
চট্টগ্রাম : চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম নগর বিএনপি সর্বাত্মক ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বুধবার (২৮ আগস্ট) বিকালে নগর কৃষক দলের টিমকে প্রথম দফায় ত্রাণ সামগ্রীর চালান হস্তান্তর করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিএনপির নেতা তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত এলাকায় বিএনপির নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম বন্যার পানি নামার পর বন্যার্তদের পুনর্বাসন পর্যন্ত অব্যাহত রাখতে হবে।”
চট্টগ্রামবাসীকে বন্যার্তদের জন্য সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে এরশাদ উল্লাহ আরও বলেন, আগামী দুয়েকদিনের মধ্যে আরো বড় পরিসরে ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রাম নগর বিএনপির নেতৃবৃন্দ বন্যা উপদ্রুত এলাকায় যাবেন।
সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বন্যায় আক্রান্ত মানুষজনদের উদ্ধারের পাশাপাশি প্রয়োজন হচ্ছে জরুরি খাদ্য, বিশুদ্ধ খাবার পানি, ওষুধসহ জীবন রক্ষাকারী নানা উপকরণ। বন্যার পানি নেমে যাওয়ার পর উপদ্রুত এলাকায় দেখা দেয় পানিবাহিত সংক্রামক রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। এমন পরিস্থিতে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ত্রাণ কমিটির সদস্য হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, খোরশেদ আলম, সিহাব উদ্দিন মোবিন, মহানগর কৃষক দলের সদস্য সচিব কামাল পাশা নিজামী, যুগ্ম আহবায়ক নাজমুল হক নাজু।
এর আগে, গত ২৪ আগস্ট চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিনকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি ত্রাণ কমিটি গঠন করা হয়। ওই কমিটি নগরের কাজির দেউড়িতে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে সেগুলো প্যাকেটজাত করে। বন্যা উপদ্রুত অঞ্চলের মানুষের জন্য ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ রয়েছে।
নগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীরা সাধ্যমতো এগিয়ে এসেছেন। আর্থিকসহ নানা সহায়তা নিয়ে তারাও বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সাধ্যমতো ভূমিকা রাখছেন।
