চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শেষ দিনে ভর্তি জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আরও সাতজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে দুইজন ও রোববার পরীক্ষা চলাকালীন পাঁচনজনকে আটক করা হয়।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযুক্তদের নিজ বাসায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইইআর (ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ) বিভাগের ২০১২-১৩ সেশনের মোঃ রায়হানুল হক এবং একই সেশনের নিষাদ রায়হান নামে পরিচিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সম্পাদক মোঃ শহিদুল্লাহ
এই দুইজনের মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে রোববার পরীক্ষা চলাকালীন আরও চারজনকে আটক করা হয়। চারজনই পরীক্ষার্থী। এরা হচ্ছেন- নোয়াখালীর মোঃ ফাহাদ ও মিজানুর রহমান, টাঙ্গাইলের সাইদ আল কবির ও মানিকগঞ্জের মুশফিকুর সালেহীন।
জানা যায়, মার্কশীট ও ট্রান্সক্রিপ্ট জমা রেখে চান্স পাইয়ে দেয়ার শর্তে পরীক্ষার্থীদের সাথে ৩-৫ লক্ষ টাকার চুক্তি হয়। চান্স পেলে টাকা দিয়ে শিক্ষার্থীরা মার্কশীট ও ট্রান্সক্রিপ্ট ফেরত নেবে।
এছাড়াও জালিয়াত চক্রের মধ্যস্থতাকারী এবং চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তুহিনকেও আটক করা হয় ।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধূরী বলেন, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ হয়েছে। এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদেরকে পুলিশের কাছে হস্তান্তৃর করা হয়েছে।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন মো. জাহাঙ্গীর বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে আছে।
