
ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন এবং জনগণের জন্য কাজ করা হলে সবার জন্য মঙ্গল হবে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রায় পৌনে এক ঘণ্টার এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আমীর খসরু জানান, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক, জ্বালানি এবং সাংস্কৃতিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে সংকট উত্তরণ নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চাওয়া হয়।
আমীর খসরু বলেন, বিএনপি সব দেশের সঙ্গে সম্পর্ক রাখতে বিশ্বাসী। কোনো বিশেষ দেশকে আলাদাভাবে দেখা হয় না। বাংলাদেশের মানুষের সঙ্গে রাশিয়ার মানুষের সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার পর্যটন খাতের সুযোগগুলো নিয়েও আলোচনা হয় এবং তারা বাংলাদেশে একটি অফিস এবং ভবিষ্যতে একটি ব্যাংকের শাখা খুলতে আগ্রহী।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত সময়সীমা সম্পর্কে জানতে চাইলে আমীর খসরু জানান, কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়া হয়েছে এবং যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
আমীর খসরু বলেন, বিএনপির পররাষ্ট্রনীতি হলো সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সম্মান ও লাভের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা। বাংলাদেশের কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলো কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ক মজবুত করার কথা তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আমীর খসরু আরও বলেন, বিএনপি সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় এবং সেই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে। দুই দেশের সম্পর্ক পরস্পরের জন্য লাভজনক ও সম্মানপূর্ণ হতে হবে। এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
