বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাজারের বেশি : স্বাস্থ্য উপদেষ্টা


ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সহিংসতায় সারাদেশে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি।

নূরজাহান বেগম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সহস্রাধিক নিহত ছাড়াও চার শতাধিক মানুষ হারিয়েছেন দৃষ্টিশক্তি। এর বাইরে অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে। তাদের চিকিৎসাসেবা দিতে ‘সেবা ফাউন্ডেশন’ নামে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। যাদের চোখে সমস্যা হয়েছে, তাদের তালিকা ওই প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি যত দ্রুত সম্ভব বাংলাদেশে চিকিৎসক এনে দৃষ্টিহীনদের সেবা দেবে বলে জানিয়েছে। একই সঙ্গে তাদের চিকিৎসা চলবে দেশের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরে। এ ছাড়া সংঘর্ষের সময় পায়ে আঘাত পেয়েছেন এমন ব্যক্তিদের চিকিৎসার বিষয়েও আলোচনা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘অনেকে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে। আমরা বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কথা বলছি, বিশ্বব্যাংকের সঙ্গেও যোগাযোগ হয়েছে। যাতে সুচিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসকদের আনা যায়। সেটা নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দারসহ চিকিৎসকরা।