
ঢাকা : হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীকে অবৈধ ঘোষণা করে নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিল মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন জানানো হবে। এ ব্যাপারে আগামী রোববার (১ সেপ্টেম্বর) আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শনিবার (৩১ আগস্ট) তিনি এ তথ্য জানান। ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২৫ জন ব্যক্তি রিট করে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করেন, যা হাইকোর্টে শুনানির পর ২০১৩ সালে অবৈধ বলে রায় দেওয়া হয়।
এরপর জামায়াতের আপিল করা হলেও, ২০১৯ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ এই আপিল খারিজ করে দেন। আইনজীবীদের অনুপস্থিতির কারণে মামলাটি খারিজ করা হয়। তবে, আইন অনুযায়ী পুনরায় শুনানির জন্য আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান আইনজীবী জিয়াউর রহমান।
এরপর ২০২৪ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসে। ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১ আগস্ট সরকার জামায়াতে ইসলামীর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে, ৫ আগস্ট সরকার পতনের পর, ২৮ আগস্ট জামায়াতের ওপর নিষেধাজ্ঞা বাতিল করা হয়।
এ বিষয়ে আইনজীবী শিশির মনির জানান, “আমাদের প্রথম পদক্ষেপ ছিল নিষেধাজ্ঞার আদেশ বাতিল করা, যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন নিবন্ধন মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করা হবে। আগামী রোববার চেম্বার জজ আদালতে এ ব্যাপারে আবেদন জানানো হবে।”
