
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ এবং চরমোনাই পীর ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের কচুয়ায় গণ-সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (৩১ আগস্ট) বিকেলে কচুয়া উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ভারত ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানানোর চেষ্টা করছে। তিস্তার পানি সমস্যার সমাধান না করে প্রতি বছর পানি ছেড়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করছে। এবারও ভারতের পানি ছাড়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।
বক্তারা ভারতের এই স্বেচ্ছাচারিতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের দুঃসাহস দেখালে তৌহিদী জনতা বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর ঘোষিত ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার সঠিক বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তকরণ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন, দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা প্রভৃতি।
সমাবেশে ইসলামী আন্দোলন ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
