
চট্টগ্রাম : ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল রবিবার (১ সেপ্টেম্বর) দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি রেখেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব পালন করা সাবেক নেতা ইদ্রিস আলী জানান, রবিবার সকাল সাড়ে ১০টায় নাসিমন ভবনস্থ কার্যালয় থেকে নেতাকর্মীরা রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর নগরের ষোলশহর ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এছাড়াও সকালে দলীয় কার্যালয়সহ ৪৩টি ওয়ার্ডের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং মাইকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার করা হবে।
সোমবার (২ সেপ্টেম্বর) বাদ আসর দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে বিগত ১৫ বছরে আন্দোলন-সংগ্রামে নিহত এবং সাম্প্রতিক বন্যায় হতাহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ৪৩টি ওয়ার্ডের মসজিদেও সুবিধামতো সময়ে এ কর্মসূচি পালিত হবে।
