এস আলমের গাড়িকাণ্ড: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত


চট্টগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের গাড়ি সরানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলটির শীর্ষ তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং পরবর্তী কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত দলের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এর পূর্বে, গত ৩১ আগস্ট এস আলম গ্রুপের চেয়ারম্যানের ১৪টি বিলাসবহুল গাড়ি সরানোর ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দলের কয়েকজন নেতা গাড়ি সরানোর সময় উপস্থিত ছিলেন।

এ ঘটনায় ছাত্র-জনতার মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং নানা প্রশ্ন উঠেছে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সতর্কতার পর এস আলম গ্রুপ বিএনপি নেতাদের সহায়তায় তাদের সম্পদ সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে, শনিবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এসব অভিযোগকে ষড়যন্ত্র ও মিথ্যা বলে দাবি করেছে।