যুক্তরাজ্য : যুক্তরাজ্য সফররত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য ছাত্রলীগ নেতৃবৃন্দ।
২৭ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় যুক্তরাজ্য শহরে অবস্থিত হোটেল হলিডে ইন’এ সংগঠনের সহ-সভাপতি ও চট্টগ্রাম পাচঁলাইশ থানা শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ রায়হান শাকিল’র নেতৃত্বে সাক্ষাৎপর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সজিব ভূইয়া, সহ-সভাপতি নূরুল আমিন, সহ-সভাপতি শেখ হিরক মাহমুদ, বন ও পরিবেশে বিষয়ক সম্পাদক শেখ সুমন, যুক্তরাজ্য ছাত্রলীগ মহানগর শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাফায়াতুল আলম, মোহাম্মদ বাধন সাফিন আহাদ প্রমুখ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দের উদ্যেশে এম এ সালাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে।
