জ্যোতি ফোরামের উদ্যোগে বন্যার্ত পরিবারের পুনর্বাসন


চট্টগ্রাম : মাইজভাণ্ডারি আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের একটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। আজ রবিবার তারা ৩০ হাজার টাকা নগদ অর্থ এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেছে।

এছাড়াও, পরিবারটির বসতঘর দ্রুত বসবাসের উপযোগী করতে জ্যোতি ফোরামের সদস্যরা স্বেচ্ছাশ্রমে আবর্জনা পরিষ্কার, বালি দেওয়া, মাটি ভরাট এবং টিন বাঁধানোর কাজ করেছেন।

এই কার্যক্রমে জ্যোতি ফোরামের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন তাওরাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ নেওয়াজ শাহরিয়ার আসিফ, সহ-সভাপতি মোহাম্মদ মিজান শাহরিয়ার নিশাত, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাকিব মোহাম্মদ নুরুল সম্রাট, তথ্য ও প্রচার সম্পাদক শাহরিয়ার ইসতিয়াক, ধর্মীয় সম্পাদক মোহাম্মদ আরিফ রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, সংগঠনের প্রধান উপদেষ্টা শাহেদ আলী চৌধুরীর নির্দেশনায় জ্যোতি ফোরাম বন্যার সময় ফটিকছড়িতে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের কাজ করেছে।