রোহিঙ্গাদের মাঝে খালেদা জিয়ার ত্রাণবিতরণ

কক্সবাজার : মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার দুপুর পৌনে ২টার দিকে কক্সবাজারের উখিয়ার পালংখালীর ময়নারঘোনা ক্যাম্পে রোহিঙ্গাদের হাতে ত্রাণ তুলে দেন তিনি।

এর আগে সকাল ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে উখিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর দেড়টার একটু আগে পালংখালীর ময়নারঘোনা ক্যাম্পে পৌঁছান তিনি।

এখানে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি হাকিমপাড়া ও বালুখালী ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানেও রোহিঙ্গাদের হাতে ত্র্রাণ তুলে দেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বিএনপির চেয়ারপারসনের সাথে রয়েছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন জানান, বিএনপির পক্ষ থেকে রোহিঙ্গাদের মাঝে ৪৫ ট্রাক ত্রাণবিতরণ করার প্রস্তুতি রয়েছে। বিতরণের জন্য ত্রাণসামগ্রী আগেই রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। কিছু ত্রাণসামগ্রী খালেদা জিয়া রোহিঙ্গাদের হাতে তুলে দিয়েছেন। বাকি ত্রাণসামগ্রী সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করা হবে।

ত্রাণ বিতরণ শেষে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে খালেদা জিয়ার গাড়িবহর। রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান
শেষে মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজার রামুর বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তখন একটি জনসভায় অংশ নিয়েছিলেন। তখনও ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম এসেছিলেন। সার্কিট হাউসে রাতযাপন করে পরদিন কক্সবাজার গিয়েছিলেন।