চবি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিরো পয়েন্ট জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চবি ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ নকিব হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি নিউটন দত্ত, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ হিসাম উদ্দিন, ওহিদুর রহমান, শেখ সুজাত, আকাশ, স্বপন, রাকিব, মেহেদী হাসান, ফরহাদ হোসেন সুমন, আনাস মাহাদি, জামাল উদ্দিন, জুনাইদ খান রাহাতসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।
এই দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এছাড়াও তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। মাহফিল শেষে উপস্থিত সকলে মিলিতভাবে মোনাজাত করেন, যেখানে তারেক রহমানের সুস্থতা এবং দেশের মঙ্গল কামনা করা হয়।