চট্টগ্রামে লুট হওয়া পুলিশের ১৯৮ অস্ত্র এখনো উদ্ধার হয়নি


চট্টগ্রাম : গত ৫ আগস্ট গণআন্দোলনে সরকার পতনের আগে-পরে চট্টগ্রামের বিভিন্ন থানায় হামলা চালিয়ে লুটপাট করা পুলিশের ১৯৮ অস্ত্রের এখনো কোনো খোঁজ মেলেনি। পাশাপাশি থানায় জমা রাখা ও উদ্ধার করা অবৈধ অস্ত্রগুলোরও হদিস পাওয়া যাচ্ছে না।

গণআন্দোলনে কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা ও ইপিজেড থানায় অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এর মধ্যে কোতোয়ালী ও পাহাড়তলী থানা ভবন একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আকবরশাহ, সদরঘাট, হালিশহর থানায় হামলা-ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, নগরীর ১৬টি থানার মধ্যে ছয়টি থানার অস্ত্র লুট হয়। কেন্দ্রীয় অস্ত্রাগারের হিসাবে ছয়টি থানার বিভিন্ন ধরনের মোট ৮১৫টি অস্ত্র লুটের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৬১৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের হিসাবে, গেল জুলাই-অগাস্টের আন্দোলন-বিক্ষোভের সহিংস পরিস্থিতির মধ্যে পুলিশের মোট ৫ হাজার ৮২৯টি অস্ত্র লুট হয়। এর মধ্যে ৩ হাজার ৭৬৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে লুট হওয়া ৬ লাখ ৬ হাজার ৭৪২টি গুলির মধ্যে এখনও উদ্ধার হয়নি ৩ লাখ ২০ হাজার ৬৬০টি।

খোয়া যাওয়া ও লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশের মত চট্টগ্রামেও অভিযান শুরু করেছে যৌথবাহিনী।

চট্টগ্রামের বিভিন্ন থানায় হামলার পর নথিপত্র পুড়িয়ে ফেলায় জমা রাখা এবং উদ্ধার করা অবৈধ অস্ত্রগুলোরও হদিস পাচ্ছে না পুলিশ।

লুট হওয়া অস্ত্রের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম পুলিশ। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার কথা বলা হয়েছে এতে।

লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়া গেলে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এবং সিএমপির নিয়ন্ত্রণ কক্ষের ০১৩২০০৫৭৯৯৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে।

অথবাঅথবা সরাসরি উপ-কমিশনার (অপারেশন) ০১৩২০০৫২০৩৫, উপ-কমিশনার (উত্তর) ০১৩২০০৫২৪০০, উপ-কমিশনার (দক্ষিণ) ০১৩২০০৫২৫৫০, উপ-কমিশনার (বন্দর) ০১৩২০০৫২৮৫০, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) ০১৩২০০৫৪০৮০, উপ-কমিশনারের (বন্দর-পশ্চিম) ০১৩২০০৫৪১৬০ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।