চট্টগ্রামে জামায়াত নেতার ঘোষণা: ‘প্রতিহিংসা নয়, সংশোধন ও ক্ষমার রাজনীতি চাই’


লোহাগাড়া (চট্টগ্রাম) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, বিগত সাড়ে ১৫ বছর সরকারের জুলুম-নির্যাতনের কারণে তারা খোলামনে কথা বলতে এবং গণমানুষের কল্যাণে কাজ করতে পারেননি।

তিনি বলেন, “আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী।”

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লোহাগাড়ার মিডওয়ে রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনতি ইউনিয়ন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা। মানুষের কল্যাণের জন্যই সব কিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিরুদ্ধে মন্দের চর্চার কোনো সুযোগ নেই।

ইউনিয়ন আমির মাওলানা সলিমুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক তৌহিদুল হক মিসবাহ প্রমুখ।