বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

একুশে পত্রিকার সংবাদে সাড়া, বর্জ্য অপসারণে এগিয়ে এলো জামায়াত

প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০২৪ | ১২:২৩ পূর্বাহ্ন


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : একুশে পত্রিকায় সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী শহরের কাঁচা বাজারের সামনে জমে থাকা দীর্ঘদিনের বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া বটতলী শহর শাখার নেতাকর্মীরা এই উদ্যোগ গ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, সাজ্জাদ হোছাইনসহ জামায়াতের নেতাকর্মীরা।

এর আগে, “লোহাগাড়ার বটতলী শহরে বর্জ্য অপসারণের দায়িত্ব কার?” শিরোনামে একুশে পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে বর্জ্য অপসারণ না হওয়ায় স্থানীয়দের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়।

লোহাগাড়া বটতলী শহর শাখার আমীর অধ্যাপক জালাল আহমেদ বলেন, “বটতলী শহরের ব্যবসায়ীদের পাশে আমরা রয়েছি। বটতলী শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে। আগামীতে সকল ব্যবসায়ীদের নিয়ে একটি সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন বটতলী গড়তে সকলের সহযোগিতা চাই।”

এই ঘটনাটি দেখায় যে, সংবাদমাধ্যমের প্রতিবেদন কীভাবে সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সাথে, এটি একটি রাজনৈতিক দলের সামাজিক দায়বদ্ধতারও একটি উদাহরণ।