বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

চট্টগ্রামে এস আলম গ্রুপের গাড়ি জব্দ

প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০২৪ | ১০:৩৪ পূর্বাহ্ন


চট্টগ্রাম : নগরের জামালখান এলাকার একটি বহুতল ভবনের নিচ তলার পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে চট্ট–মেট্রো ঘ-১১-৫৩৪৪ নম্বরের গাড়িটি জব্দ করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক গাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন অনুযায়ী, গাড়িটি এস আলমের মালিকানাধীন সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধিত এবং এর ঠিকানা হিসেবে নগরের আসাদগঞ্জ এস আলম ভবন উল্লেখ করা হয়েছে।

ওসি ওবায়দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়েছে এবং এটি বর্তমানে থানায় রয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ওই ভবনের একটি ফ্ল্যাটে বিএনপি নেতা মনজুরুল আলম চৌধুরী বসবাস করেন। তবে তিনি গাড়িটি তার নয় এবং এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন।