চট্টগ্রাম : ‘চট্টগ্রামের নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেছেন, আমরা যে ধর্মের মানুষ হই না কেন আমাদেরকে ধর্মীয় মুল্যবোধের শিক্ষা নিয়ে মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হতে হবে।’
চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা বিবিবিলা শান্তিবিহার সেবা কমিটির উদ্যোগে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।
রোববার (২৯ অক্টোবর) বিকালে মন্দির প্রাঙ্গণে কমিটির সভাপতি জয়সেন বড়ুয়ার সভাপতিত্বে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজের সহ সভাপতি ভদন্ত ধর্মতিলই থের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান উষাপ্রু মারমা, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান।
বক্তব্য রাখেন চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, বড়হাতিয়া বোধিনিকেতন বিহারের অধ্যক্ষ শুভানন্দ মহাথের, কর্মবীর শীলানন্দ মহাথের, প্রজ্ঞানন্দ মহাথের, জ্যোতিপাল থের, জ্ঞানানন্দ থের, বিহারের প্রধান উপদেষ্ঠা ডাঃ চিন্তাহরণ বড়ুয়া, উপদেষ্টা ডাঃ সুধির রঞ্জন বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি সুদপ্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বড়ুয়া, যুগ্ম সম্পাদক রাজিব বড়ুয়া, ডাঃ সুবোধ বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথি বলেন, একটি অসম্প্রাদায়িক দেশ হিসেবে বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম রয়েছে। এখানকার মানুষ স্ব স্ব ধমোৎসব অত্যন্ত আনন্দের সাথে শান্তিপূর্ণভাবে পালন করে। এটি অন্যদের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে।
