বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে ৩৮৪টি নিবন্ধিত অস্ত্র জমা

প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০২৪ | ১:০৯ অপরাহ্ন


চট্টগ্রাম : আওয়ামী লীগের শাসনামলে চট্টগ্রাম নগরীতে বেসামরিক ব্যক্তিদের দেওয়া ৪৫৪টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিতের পর গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩৮৪টি অস্ত্র এবং ১৯ হাজার ৬২৬ রাউন্ড গুলি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সংশ্লিষ্ট থানায় জমা পড়েছে।

অন্তবর্তীকালীন সরকার গত ২৫ আগস্ট এক প্রজ্ঞাপনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক ব্যক্তিদের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দেয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, বিভিন্ন থানায় জমা পড়া অস্ত্রের মধ্যে কিছু অন্য জেলায় বা অন্য থানা এলাকায় নিবন্ধিত ছিল, যেগুলো সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

আওয়ামী লীগের গত সাড়ে ১৫ বছরের শাসনামলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ৪৫৪টি আগ্নেয়াস্ত্রের নিবন্ধন দেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৩টি নিবন্ধন দেওয়া হয়েছিল খুলশী থানায়।

প্রজ্ঞাপন জারির পর সবচেয়ে বেশি অস্ত্র জমা পড়েছে পাঁচলাইশ থানায় (৯৫টি) এবং সবচেয়ে বেশি গুলি জমা পড়েছে পাঁচলাইশ থানায় (পাঁচ হাজার ৩৬৮ রাউন্ড)।