ফেনীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার


ফেনী : ফেনী জেলার সদর থানাধীন মাস্টারপাড়া এলাকায় যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার সেনা, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ফেনী মডেল থানাধীন মাস্টারপাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় উত্তর সহদেবপুরে সামসুল করিম কলোনীর গরুর ঘরের পিছনে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার মধ্যে বিদেশি প্রযুক্তিতে তৈরি একটি শট গান ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।