ঢাকা : সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) পরিচালনা পরিষদে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফকে পরিচালনা পরিষদের চেয়ারম্যান করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ব্যাংকের পরিচালনা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
একই সময়ে ব্যাংকটির নির্বাহী চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ অন্যান্য পদেও পরিবর্তন আনা হয়েছে। নির্বাহী চেয়ারম্যান হলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ। তিনি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের জামাতা। ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলীকে।
চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আনোয়ারল আজিম আরিফকে তিনবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল বুদ্ধিজীবী হিসেবে চট্টগ্রামের সর্বমহলে সমাদৃত আনোয়ারুল আজিম আরিফ ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। মাঝে দীর্ঘ প্রায় চার বছর চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
সোশ্যাল ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ সোমবার রাতে একুশে পত্রিকাকে বলেন, কালই নতুন কর্মস্থলে যোগদান করবো। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা শতভাগ সততা ও কর্তব্যনিষ্ঠার সাথে পালনের মাধ্যমে ব্যাংকিং কর্মকাণ্ডে সেবা ও গতিশীলতা বাড়ানোই হবে আমার প্রধান কাজ। এজন্য সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রামভিত্তিক দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপ ব্যাংকটির ৪০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে।
