চট্টগ্রাম : দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শিল্পগ্রুপ এশিয়ান। শুধু ত্রাণ সহায়তাই নয়, বন্যার্তদের পুনর্বাসনেও উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ সালাম ও পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম নিজেরা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।
ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের ফটিকছড়ি ও নগরীর কালুরঘাট, মোহরা এলাকায় প্রায় ২০ হাজার মানুষের মাঝে খাবার, ১৫ হাজার মানুষের মাঝে কাপড় এবং ১০ হাজারের বেশি মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে।
এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, “এটি আমাদের নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ। সাম্প্রতিক বন্যায় মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। তাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। এখন ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত করে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি।”
এশিয়ান গ্রুপের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশা, এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।