চট্টগ্রাম : চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী ব্যবসায়ী নুর মোহাম্মদ অভিযোগ করেন যে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে তাদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। এই কারণে তার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং তার ১০ কোটি টাকার ক্ষতি হয়। মামলায় আরও ১০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আদালত মামলাটি গ্রহণ করে সিএমপির কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ জুলাই ইন্টারনেট সেবা বন্ধের মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত করা হয়, যার ফলে বাদীর ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়।
এছাড়া, ১৩ আগস্ট থেকে শুরু করে এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে মোট ১৪৪টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ১৩০টি হত্যা মামলা।