বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

লোহাগাড়ায় সড়কে ভয়াবহ ভাঙন, পরিদর্শনে গেলেন বিএনপি নেতারা

প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০২৪ | ১০:১৪ অপরাহ্ন


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় গুরুত্বপূর্ণ দুটি সড়কের ভাঙন পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির নেতারা। সোমবার বিকেলে উপজেলার আধুনগর ইউনিয়নের রোস্তমের পাড়া সড়ক ও গারাঙ্গিয়া সড়কের সর্দারনী পাড়া এলাকার ভাঙন পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে উপজেলা বিএনপির নেতারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১নং সহ-সভাপতি আবু সেলিম, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য আবুল হাশেম, আধুনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব নাসির উদ্দিন, লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ প্রমুখ।

ভাঙন পরিদর্শনকালে লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেন, “গারাঙ্গিয়া ও রোস্তমের পাড়া সড়ক দুটি জনসাধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডলু নদী ও হাতিয়া খালের পানির ঢলে সড়ক দুটিতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে সড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে জনসাধারণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা লোহাগাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা সড়ক দুটি স্থায়ীভাবে সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ নেব।”