বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

লোহাগাড়ায় শতবর্ষী পুরাতন কবরস্থান রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০২৪ | ১০:১৮ অপরাহ্ন


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় শতবর্ষী পুরাতন কবরস্থান রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার চুনতি গোয়ালটি মুড়া এলাকায় চুনতি শাহ ছাহেব গেইট কবরস্থান রক্ষা কমিটির ব্যানারে এ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চৌধুরী মোঃ ছালেহ, শিক্ষাবিদ মাস্টার মাহবুবুর রহমান, তারেক, শোয়াইবুল ইসলাম, আবু তারেক, ওসমান, বেলাল উদ্দিন শাহিন, মোঃ জিয়াবুল, আবুল কাসেমসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা জানান, “আমাদের কবরস্থানটি ছয় যুগেরও বেশি পুরনো। এখানে অনেক প্রাচীন মানুষ দাফন করা হয়েছে। এ কবরস্থান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। কবরস্থান পুনরুদ্ধার করতে আমাদের সংগ্রাম চলবে।”

“কিছুদিন পূর্বে এলাকার একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কবরস্থান এলাকা থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে। পার্শ্বে বাড়ি নির্মাণ করা হয়েছে। তাই আমাদের কবরস্থান রক্ষা করে সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আগামীতে এ কবরস্থান থেকে কোনোভাবেই মাটি কাটতে দেওয়া যাবে না।”