বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০২৪ | ১০:২৭ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পাইপের গোড়া সুলতান বাপের বাড়ি সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি পচে গলে যাওয়ায় তার চেহারা বিকৃত হয়ে গেছে এবং পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৫০ বছর। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু তিন থেকে চার দিন আগে হয়েছে।

পুলিশ লাশটির পরিচয় শনাক্তে কাজ করছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।