বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

আনোয়ারায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, দুর্নীতির অভিযোগ

প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০২৪ | ১০:৩৩ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০নং হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে।

দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও সালিশ বাণিজ্যের অভিযোগ এনে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা।

অভিযোগে সদস্যরা উল্লেখ করেন, চেয়ারম্যান কলিম উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো সভা করেননি এবং সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এককভাবে আত্মসাৎ করেছেন। এছাড়াও, সালিশ বাণিজ্যের মাধ্যমে জনগণের অর্থ আত্মসাতের অভিযোগও উত্থাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান কলিম উদ্দিনের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।