চট্টগ্রাম: অননুমোদিত সরঞ্জাম ও স্ব-উদ্দ্যোগে রাইজার নির্মাণ করে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে চট্টগ্রাম নগরে ৬২ জন গ্রাহকের ৩৯০টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার ঝাউতলা, খুলশী, খোয়জনগর, জালালাবাদ, রৌফাবাদ কলোনি এবং বায়েজিদ এলাকায় এই অভিযান চলে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ ও সমন্বয়) মুক্তা পারভীন বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকারি পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে।
সংযোগ বিচ্ছিন্নের সময় কেজিডিসিএল-এর ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌঃ আব্দুল হালিম, ও সহকারী ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন তালুকদার, প্রকৌঃ মোঃ আলমগীর হোসেন এবং প্রকৌঃ পলাশ সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
