চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণালংকার ও একটি ম্যাকবুক প্রো ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গত সোমবার দুইজনকে গ্রেফতারের পর মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগর এলাকার মো. ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম (১৮) ও পাঁচলাইশ থানার বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা রোড অন্তু স্বর্ণশিল্পালয় নামের দোকানের মালিক তপন ধর (৪৫)।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর হাজীপাড়ার জনৈক প্রবাসী মো. সেলিমের বাসায় চুরির ঘটনা ঘটে। চোরের দল ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লাখ ১০ হাজার টাকা ও ল্যাপটপ-অ্যাইপ্যাড নিয়ে যায় উল্লেখ করে ভুক্তভোগীর বড় ভাই সোলাইমান থানায় অভিযোগ করেন। এরপর তদন্তে নেমে ঘটনায় জড়িত সাইফুলকে সোমবার সকালে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে স্বর্ণের দোকানী তপনকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেয়া বায়েজিদ বোস্তামী থানার এসআই মোহাম্মদ আইয়ুব উদ্দীন বলেন, সোলাইমানের ব্যবসা প্রতিষ্ঠানের দারোয়ান বাবুলের পরিকল্পনায় চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় নুরনবী ও মোক্তার হোসেন সরাসরি অংশ নেয়।
তিনি বলেন, চুরি শেষে ১৫ ও ১৬ অক্টোবর দুই দফায় স্বর্ণালংকারগুলো তপনের কাছে বিক্রি করতে নেয় সাইফুল ও অন্যরা। গ্রেফতার দুইজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। এদের মধ্যে সাইফুল চুরির দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
অবশিষ্ট চোরাই মালামাল উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান বায়েজিদ বোস্তামী থানার এসআই মোহাম্মদ আইয়ুব উদ্দীন।
