শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র কার্যক্রম শুরু

| প্রকাশিতঃ ২০ জুন ২০১৬ | ৭:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে এ দফতরের কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি এসিউরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমদ, বিশেষজ্ঞ প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর ড. আবুল কাশেম, বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. নুরুল আবছার খান, প্রফেসর ড. খন্দকার নুরুল ইসলাম, প্রফেসর ড. আহসানুল হক। বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. সাইফুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর গৌতম কুমার দেবনাথ।

কর্মশালায় বক্তারা বলেন, আইকিউএসি’র কার্যক্রমের মাধ্যমে বিদ্যমান উচ্চশিক্ষার পরিবর্তনের লক্ষ্যে শিক্ষকদের অংশীদারিত্ব, দায়িত্ববোধ, প্রতিশ্রুতি, দক্ষতা, নিষ্ঠা, সততা, জবাবদিহিতা সর্বোপরি জ্ঞান-বিজ্ঞানের পরিসীমা বৃদ্ধি ও প্রায়োগিক ক্ষেত্র প্রসারিত হবে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের কার্যক্রমের মাধ্যমে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি পাবে।