শিশু সন্তানকে দিয়ে ইয়াবা পাচারে মা

চট্টগ্রাম: আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে আট বছরের এক শিশু সন্তানকে দিয়ে ইয়াবা পাচার করে আসছিলেন এক মা। কিন্তু মঙ্গলবার তাদের ধরা পড়তে হয়েছে চট্টগ্রাম নগরের নতুন রেল স্টেশন এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৮০০ ইয়াবা।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার মধ্য হ্নীলা গ্রামের মৃত আব্দুস শুক্কুরের স্ত্রী রেহানা বেগম (৪৬)। মায়ের সঙ্গে ধরা পড়া মেয়ে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম হোসেন বলেন, গত দুই বছরেরও বেশি সময় ধরে মায়ের সঙ্গী হিসেবে ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল শিশুটি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে রেহানা এই কৌশল নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।