পিকআপ চাপায় শিশুর মৃত্যু, দুই পুলিশকে মারধর

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে পিকআপ চাপায় এক শিশুর মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে মারধর করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকালে ফৌজদারহাট এলাকায় টোল রোড়ে এই ঘটনা ঘটেছে।

নিহত মো. তারেক (১৬) সীতাকুন্ড উপজেলার মধ্যম সলিমপুর বাংলাবাজার এলাকার মো. আকবরের ছেলে। অন্যদিকে আহত পুলিশ সদস্যরা হলেন- এটিএসআই মো. মনির ও কনস্টেবল মো. কাশেম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান চাপা দিলে তারেক গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে তারেককে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। একই সময় ঘটনাস্থলে থাকা দুই পুলিশ সদস্যকে মারধর করে। তাদের অভিযোগ, পুলিশ টাকা নেওয়ার জন্য পিকআপটিকে থামার সঙ্কেত দিয়েছিল। কিন্তু সেটি না থেমে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় শিশুটিকে চাপা দেয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ বলেন, যানবাহন থেকে পুলিশের টাকা তোলার অভিযোগ সত্য নয়। ওই পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে স্থানীয় এক চা দোকানীর ছেলে তারেক আহত হয়। স্থানীয় কিছু লোকজন উত্তেজিত হয়ে পুলিশের সাথে কথাকাটাকাটি করে দুইজনকে মারধর করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সকাল সোয়া ১০টার দিকে তারেককে হাসপাতালে আনা হয়। পরে তাকে ২৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ১২টার দিকে সে মারা যায়।