লোহাগাড়ার বার আউলিয়া কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ


লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে সংগঠনটির লোহাগাড়া শহর আদর্শ থানা শাখার উদ্যোগে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল মাসুম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ডি.এম আসহাব উদ্দীন, লোহাগাড়া জামায়াতের শহর আমীর অধ্যাপক ডা. জালাল আহমদ, কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মুহাম্মদ সরওয়ার কামাল, সাবেক ছাত্রনেতা এম সাইফুর রহমান প্রমুখ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্রদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক বিকাশ সাধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংগঠনটি। একজন মুসলমান ছাত্রকে আদর্শ মুসলমান হিসেবে গড়ে তোলার পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও ধর্মীয় জ্ঞান চর্চা ও অনুসরণের প্রতি উৎসাহিত করে ছাত্রশিবির।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।