
চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সরকারি সূত্রে এই তথ্য জানা গেলেও এখনো মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি। আগামী রোববার প্রজ্ঞাপন প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এক মাসেরও বেশি সময় ধরে চবিতে উপাচার্যের পদ শূন্য থাকায় শিক্ষার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। এই আন্দোলনের প্রেক্ষাপটে প্রফেসর ইয়াহ্ইয়া আখতার শিক্ষার্থীদের ফোন করে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানান যে, মন্ত্রণালয় তার সাথে যোগাযোগ করেছে এবং শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেছে।
প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং প্রায় ৩০ বছর ধরে চবিতে শিক্ষকতা করে গত বছর অবসরে যান। তিনি সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
উল্লেখ্য, গত ১২ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চবির ১৯তম উপাচার্য প্রফেসর ড. আবু তাহের পদত্যাগ করেন। এর পর দুই উপ-উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর, সকল হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টাও পদত্যাগ করেন। ফলে গত এক মাস ধরে প্রশাসনিক অচলাবস্থার মধ্যে ছিল চবি ক্যাম্পাস। অবশেষে নতুন উপাচার্য নিয়োগের মাধ্যমে এই অচলাবস্থার অবসান হতে যাচ্ছে।
