বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

বাঁশখালী উপজেলা পরিষদ কমপ্লেক্সে রহস্যজনক চুরি

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮:২২ অপরাহ্ন


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ছয়টি সরকারি অফিসে বৃহস্পতিবার রাতে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা হিসাবরক্ষণ অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা আনসার ভিডিপি অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস ও উপজেলা প্রকৌশলী অফিসের তালা ভেঙে নগদ টাকা, মূল্যবান জিনিসপত্র ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে চোরের দল।

অফিসের বিভিন্ন কাগজপত্রও ক্ষতিগ্রস্ত ও নষ্ট করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রানা ভট্টাচার্য বাদী হয়ে শুক্রবার বিকেলে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পরিষদ কমপ্লেক্সে নিজস্ব নিরাপত্তা ও সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এই চুরির ঘটনা রহস্যজনক মনে করছেন স্থানীয়রা। এর আগেও পরিষদের অভ্যন্তরে সরকারি কর্মকর্তাদের বাসায় চুরির ঘটনা ঘটেছিল।

ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ছিঁচকে চোরের কাজ হতে পারে।