বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

হাটহাজারীর সাবেক ওসি রফিকুল ইসলাম ৩ দিনের রিমান্ডে

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৪৩ অপরাহ্ন


হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এই আদেশ দেন।

জানা যায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বর্তমান কর্মস্থল ঢাকার উত্তরায় এপিবিএন সদর দপ্তর থেকে সহকারী পুলিশ সুপার তৎকালীন হাটহাজারী মডেল থানার ওসি, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার মোহাম্মদ আলী খানের পুত্র রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে শুক্রবার আদালতে হাজির করে হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর কবির মাদ্রাসার ছাত্র হাফেজ রবিউল ইসলাম হত্যার কারণ, আসামিদের অবস্থান নির্ণয় এবং হত্যাকাণ্ডের ইন্ধনদাতা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক ওসি রফিকুল ইসলামের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের আন্দোলন শুরু হয়। ওই সময় চট্টগ্রাম জেলার হাটহাজারী বড় মাদ্রাসা থেকে বের করা একটি মিছিলে গুলি চালায় মডেল থানা পুলিশ। এতে চার শিক্ষার্থী নিহত হন। হাটহাজারী থানায় তৎকালীন ওসির দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই ঘটনায় হাটহাজারী মডেল থানায় দুটি হত্যা মামলা দায়ের হয়।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাবেক ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে হেফাজত নেতাকর্মীদের গুলি করে হত্যার ঘটনায় দুটি হত্যা মামলা রয়েছে। ওই দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।