‌শার্শার ঠেঙ্গামারী বিলে বোরো আবাদ না হওয়ার আশংকা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ঠেঙ্গামারী বিলে এখনও পানি থৈ থৈ করছে। সহসা পানি নামার সম্ভাবনা কম। ফলে ইরি-বোরো চাষ নিয়ে মহাচিন্তার মধ্যে আছে এখানকার চাষীরা।

বিলে ৫শত একর আবাদযোগ্য জমি রয়েছে। বছরের প্রায় অর্ধেক সময় বিলে পানি জমে থাকার কারণে আমন ধান লাগাতে পারেন চাষীরা। ফলে সারাবছর অভাব অনটন লেগেই থাকে এ অঞ্চলের কৃষিনির্ভর মানুষের মাঝে।

রুদ্রপুর, দাউদখালী, ভবানীপুর, কায়বা, পাঁচ কায়বা, পাড়ের কায়বা, বাইকোলা ও গোগা বিলপাড়াসহ আট গ্রামের চাষীরা এ বিলে ধান চাষ করে তাদের সংসার চালায়। বিলে বছরের অর্ধেক সময় ধরে পানি জমে থাকার কারণে আমনচাষ তো করা যায় না। উপরন্তু বোরো ধানও সময় মত লাগাতে পারে না চাষীরা। কোনো রকম এক ফসলের ওপর নির্ভর করতে হয় তাদের।

রুদ্রপুর গ্রামের আজিজুল ইসলাম জানান, দাউদখালী ত্রুটিপূর্ণ স্লুইসগেট নির্মাণ করার কারণে বিলের পানি ঠিকমত নিষ্কাশন হতে পারে না। যার বহিঃপ্রকাশ ঘটে বিলে। জমে যায় পানি। বিল হয়ে পড়ে জলাবদ্ধ।যার স্হায়ী রূপ নেয় প্রায় ৫/৬ মাস।যার প্রভাব পড়ে চাষাদাবাদে।

এ ব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।