চট্টগ্রাম: হাটহাজারীতে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে হাটহাজারী- রাউজান মহাসড়কের চারা বটতল নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।
তিনি বলেন, স্থানীয় লোকজন একটি গাছের ডালের সঙ্গে গলায় শার্ট পেঁছানো ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
