হাটহাজারীতে ইয়াবাসহ গ্রেফতার ১

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে ইয়াবাসহ নুরুল নবী প্রকাশ টিটু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম মেখল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।

গ্রেফতার নুরুল নবী প্রকাশ টিটু (৩৭) পশ্চিম মেখল এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।

ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫টি ইয়াবাসহ টিটুকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।