
চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের দাবিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা আজকের মধ্যে ভিসি নিয়োগ না হলে আগামীকাল বুধবার থেকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তারা ‘ভিসি নিয়ে নয়-ছয় আর নয় আর নয়’, ‘ঢাবি রাবি ভিসি পেল, চবি কেন পিছিয়ে গেল’, ‘আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন’ সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হলেও চবি এখনো ভিসি পায়নি। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত ভিসি নিয়োগের মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু করার দাবি জানান।
প্রসঙ্গত, গত ১২ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চবি উপাচার্যসহ প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টি উপাচার্যহীন রয়েছে। ফলে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত ভিসি নিয়োগের দাবিতে গত ৮ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা টানা আন্দোলন করে আসছেন।
