৫ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

চট্টগ্রাম: ৫ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ শাহজাহান নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ।

মোহাম্মদ শাহজাহান (৫০) ভোলা জেলার কাঠালী এলাকার সিটু মিয়ার ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর বাজার ইউটার্ন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান জোরারগঞ্জ থানার এসআই দিনেশ দাশগুপ্ত।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট উত্তর বাজারের মহাসড়কের ইউটার্ন থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। তিনি চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন।