চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডের সোনাইছড়ির মদনহাট জেলেপল্লীতে ৯৫ জনের চিকুনগুনিয়া হয়েছে বলে সন্দেহ করছে স্বাস্থ্য বিভাগ। বুধবার এই তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।
তিনি বলেন, ওই জেলেপল্লীতে মোট ২৭৫ পরিবার থাকে। জনসংখ্যা হবে প্রায় দেড় হাজার। এর মধ্যে উত্তর পাড়ায় থাকে ৯০ পরিবার। বাকিরা দক্ষিণ পাড়ায়। এদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত ছিল ৭৫ জন। বুধবার আরও ২০ জন আক্রান্ত হয়েছেন। তাদের শরীরে ব্যথা রয়েছে। সন্দেহ করা হচ্ছে চিকুনগুনিয়া হয়েছে। তাদের সুচিকিৎসার জন্য আট সদস্যের একটি মেডিকেল টিম ও ১৫ সদস্যের দুটি স্বাস্থ্য শিক্ষা কমিটি গঠন করা হয়েছে।
ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, আক্রান্তদের মশারির মধ্যে রাখার জন্য ১০০ মশারি বিতরণ করা হয়েছে বুধবার। তবে আতঙ্কের কিছু নেই। এ রোগে মৃত্যুর হার খুবই কম। ওই জেলেপল্লী পরিদর্শনে ঢাকা থেকে দুটি টিম আসছে। একটি টিম আক্রান্তদের রক্তের নমুনা নিয়ে যাবে পরীক্ষার জন্য। অপর টিমটি এলাকা থেকে এডিস মশার ওপর জরিপ করবে।
