বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ১:৫৯ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। আটককৃত যাত্রীর নাম মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে জাকির হোসেনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগেজ তল্লাশি চালিয়ে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, জাকির হোসেনের বাড়ি রাজধানীর বংশাল থানার শিক্কাটুলি লেন এলাকায়। তার বাবার নাম আবদুল হাই। জাকির হোসেন নিয়মিত মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন এবং তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত মুদ্রা এবং আটককৃত যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।