বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

চট্টগ্রাম মেডিকেলে চালু হচ্ছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড

প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২:০৫ অপরাহ্ন


চট্টগ্রাম : ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আজ থেকে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড চালু করা হচ্ছে। ৪৫ শয্যাবিশিষ্ট এই ওয়ার্ডে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সেবা প্রদান করবেন।

চমেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ায় সাধারণ ওয়ার্ডে রোগীদের স্থান সংকুলান সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা সমাধানে পুরাতন কোভিড ওয়ার্ডটিকে সংস্কার করে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড হিসেবে চালু করা হচ্ছে।

চট্টগ্রামে গতকাল পর্যন্ত ৯৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে নগরীতে ৫৩৯ জন এবং উপজেলায় ৪০৪ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে চলতি সেপ্টেম্বর মাসেই।