বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

বাওয়া স্কুলের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২:১৩ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল অ্যান্ড কলেজের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণের প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে তারা স্কুলের সামনের মূল সড়কের দুই পাশ অবরোধ করে রাখে।

শিক্ষার্থীরা অভিযোগ করে, র‌্যাম্প নির্মাণকাজের ফলে স্কুলের সামনে সবসময় যানজট লেগে থাকে এবং সড়কের আকারও ছোট হয়ে গেছে। এতে করে প্রতিদিন ক্লাস শুরুর আগে ও পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়াও, র‌্যাম্প নির্মাণের ফলে স্কুলের পরিবেশ অন্ধকার ও অনিরাপদ হয়ে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করে।

শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের শিক্ষকরাও এ বিক্ষোভে অংশ নেন। তারা বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ পয়েন্ট লালখান বাজার হলেও, ব্যক্তিগত স্বার্থে তা পেনিনসুলা হোটেল পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। এত কম দূরত্বে দুটি র‌্যাম্পের প্রয়োজন নেই।

বাওয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহ. আরিফ উল হাছান চৌধুরী জানান, প্রতিদিন প্রায় ১০ হাজার শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করে। র‌্যাম্প নির্মাণ হলে যানজট চিরস্থায়ী হয়ে যাবে। তিনি আরও বলেন, গত মে মাসে তারা সিডিএ চেয়ারম্যান বরাবর র‌্যাম্প নির্মাণ বন্ধ ও বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।

এদিকে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহাফুজুর রহমান জানান, র‌্যাম্প নির্মাণের আগে সংশ্লিষ্ট সকলের মতামত নেওয়া হয়েছিল। বর্তমান যানজটের জন্য নির্মাণসামগ্রী দায়ী এবং বুধবার রাতের মধ্যে বাওয়া স্কুলের সামনের অংশের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।