চট্টগ্রাম : সরকার পতনের দিন চট্টগ্রামের পতেঙ্গা থানায় হামলা ও অগ্নিসংযোগের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা এলাকা থেকে মাসুদ করিমকে (৩৭) গ্রেপ্তার করা হয় বলে জানান পতেঙ্গা থানার ওসি মাহফুজুর রহমান।
ওসি মাহফুজুর বলেন, গত ৫ অগাস্ট পতেঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ইন্ধন দাতাদের মধ্যে অন্যতম ছিলেন মাসুদ। তার বিরুদ্ধে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় চাঁদাবাজি, জয়গা-জমি দখল, শ্রমিক মরধরসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, সরকার পতনের দিন চট্টগ্রামেও থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা, ইপিজেড থানায় আগুন দেওয়া হয় এবং অস্ত্রাগার ও মালখানা লুটপাট করা হয়। এর ফলে কোতোয়ালী, পাহাড়তলী থানা ভবন ও পতেঙ্গা, ইপিজেড থানা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
পতেঙ্গা থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ অগাস্ট অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ হাজার জনকে আসামি করে বিশেষ ক্ষমতা ও দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা করে পুলিশ।