ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য মানবিক সহায়তা হিসেবে ‘এক টাকায় বাজার’ এর আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন, ২৪ আরটিলারি ব্রিগেড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই বাজারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাইসুল ইসলাম।
এই বাজার থেকে ৫০০ পরিবার নামমাত্র এক টাকায় ১৯ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সক্ষম হন। এছাড়াও ৬০টি পরিবারকে ঢেউটিন, সেলাই মেশিন, ছাগল, কৃষিপণ্য সার ও বীজ প্রদান করা হয় এবং ৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম, জোন উপ-অধিনায়ক মেজর মো. সারোয়ার জাহান, ফটিকছড়ির উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেসবাহ উদ্দিন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিন সহ সামরিক বাহিনীর আরও অনেক কর্মকর্তা।