বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

বোনের বাড়ি থেকে ফেরা হলো না সৌদি প্রবাসী নাজিমের, সড়কে গেল প্রাণ

প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০২৪ | ১২:০২ পূর্বাহ্ন


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বোনের বাড়ি থেকে নাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. নাজিম উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামারদীঘির পাড় এলাকার নুরুল হকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী বলে জানা গেছে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহতের ভাগিনা সাঈদও আহত হয়েছেন। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, দ্রুতগতির একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। কাছে এসে দেখি মোটরসাইকেলে থাকা দুইজনের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

অপরজন আহত হয়। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেওয়া হয়।

নিহতের বড় ভাই জসীম উদ্দিন একুশে পত্রিকাকে জানান, সন্ধ্যার পর বাড়ি থেকে নাস্তা নিয়ে পদুয়া সিকদার দীঘির বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, তিন মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে এসেছেন নাজিম। আগামী ২৬ সেপ্টেম্বর সৌদি আরবে চলে যাওয়ার কথা ছিল।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান একুশে পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।