চবি উপাচার্যের প্রতিশ্রুতি: দুর্নীতি ও সেশনজটমুক্ত ক্যাম্পাস


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্‌ইয়া আখতার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের শান্ত ও দুশ্চিন্তামুক্ত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন আর অভিভাবকহীন নয়।

উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনের সফলতার মধ্য দিয়ে ধ্বংসের কার্নিশে উপনীত শিক্ষাঙ্গনে গঠনমূলক সংস্কারের অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যোগ দিয়েছেন।

তিনি আরো বলেন, যথাসম্ভব কম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও একাডেমিক কার্যক্রম চালু করতে কাজ শুরু করেছেন। সবার সহযোগিতা নিয়ে এ প্রতিষ্ঠানকে দুর্নীতি ও সেশনজটমুক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করবেন বলেও আশ্বাস দেন তিনি।