চট্টগ্রাম : বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ২৮ অক্টোবর নগরীর মোহরাস্থ সংগঠনের কার্যালয়ে আগামী তিনবছরের জন্য এই কমিটি গঠিত হয়। সংগঠনের সভাপতি করা হয়েছে একে খান গ্রুপের চেয়ারম্যান এ কে শামসুদ্দিন খানকে।
সাধারণ সম্পাদক হয়েছেন সমাজসেবক, শিক্ষানুরাগী মোহাম্মদ আবু তাহের। আগের কমিটিতেও তারা সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠন পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেছেন।
