চট্টগ্রামে ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন


চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ রবিবার সকালে নগরীর পিটিআই প্রাঙ্গণে মানববন্ধন করে তাদের দীর্ঘদিনের দাবি, ১০ম গ্রেড বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। বর্তমানে ১৩তম গ্রেডে কর্মরত এই শিক্ষকরা সরকারের প্রস্তাবিত ১২তম গ্রেড প্রত্যাখ্যান করে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড প্রদানের দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্নাতক পাশ সহকারী শিক্ষকদের বর্তমান বেতন ও সুযোগ-সুবিধা অত্যন্ত অপ্রতুল। মাত্র ১৭ হাজার ৬৫০ টাকা বেতনে সংসার চালানো এবং ঋণের বোঝা মেটানো দুঃসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় হতাশা ও মানসিক চাপ নিয়ে ক্লাসে পাঠদান করতে হয় তাদের।

একজন সহকারী শিক্ষক বলেন, “১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। দেশের ৪ লাখ সহকারী শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। একই যোগ্যতা নিয়ে অন্যান্য পেশায় কর্মরতরা ১০ম গ্রেড ভোগ করলেও আমরা কেন বঞ্চিত?” তিনি প্রশ্ন তোলেন, “আমরা কি সহকারী শিক্ষক বলে পচে গেছি?”

অন্যান্য বক্তারাও একই সুরে বলেন, শিক্ষার ভিত্তি রচনা করতে গিয়ে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তৃতীয় শ্রেণির নাগরিকের মর্যাদা নিয়ে প্রথম শ্রেণির নাগরিক গড়ে তোলার কাজ কঠিন হয়ে পড়েছে।

আরেকজন সহকারী শিক্ষক বলেন, “আমরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষকরা এ পেশায় সর্বোচ্চটা দিতে চাই। কিন্তু মানবেতর জীবনযাপন করে তা সম্ভব নয়।” তিনি প্রধান উপদেষ্টার কাছে ১০ম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির প্রতি সমর্থন আদায়ের চেষ্টা করেন। তারা আশা প্রকাশ করেন, সরকার তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে।